BA in Bangla Language and Literature

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর আওতায় অক্টোবর ২০০৩-এ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) প্রতিষ্ঠিত হয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নির্দিষ্ট পাঠ্যসূচির পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা,স্বকীয় দৃষ্টিভঙ্গি এবং মুক্ত চিন্তার অবয়ব সৃষ্টির বিষয়টি বিবেচনায় রেখে জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট (GED) এর আওতায় একাধিক কোর্স পড়ানো হয়। তদনুযায়ী স্নাতক পর্যায়ের একজন শিক্ষার্থীকে কোর কোর্স এবং বিশেষায়িত কোর্সের পাশাপাশি নূন্যতম ১০টি GED কোর্স সম্পন্ন করতে হয়। পাঠতব্য শিক্ষা কার্যক্রমের এই পরিসর বিবেচনায় রেখে ৪ বছর মেয়াদী বিএ ইন বাংলা প্রোগ্রামের মৌলিক কাঠামো নিম্নরুপ:

কোর্সের ধরন কোর্সের সংখ্যা ক্রেডিট
মৌলিক (core) কোর্স ২৬ ৭৮
GED(বাধ্যতামূলক) ২১
GED(অপশনাল) ০৯
মাইনর ১৫
সর্বমোট= ৪১ ১২৩

উপর্যুক্ত শিক্ষা কর্মসূচিতে স্বাভাবিক নিয়মেই একজন শিক্ষার্থী ৪ বছরে ১২ টি সেমিস্টারে তার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবে। উল্লেখ করা প্রাসঙ্গিক যে, GED কোর্সের কাঠামো বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন কতৃক সম্পন্ন করে তাহলে তা মাইনর হিসেবে বিবেচিত হয়।